ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা

প্রকাশিত: ২০:১০, ২১ নভেম্বর ২০২৪

ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা

এবার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে, যুক্তরাজ্যে তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা করেছে পূর্ব ইউরোপের এই দেশটি। ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার দূরপাল্লার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করে ইউক্রেন। তবে শুধু ব্লুমবার্গ নয়, দ্য গার্ডিয়ান, দ্য ফিনান্সিয়াল টাইমসও সূত্র উদ্ধৃত করে এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও দেখে একই খবর প্রকাশ করেছে। এদিকে সাময়িক বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। বুধবার রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের বিমান হামলার হুমকির পর দিনের বেলা বন্ধ থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আঘাত করার চেষ্টা করে ইউক্রেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস জানিয়েছে, তারা এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করবে না। রাশিয়াকে মোকাবিলা করতে যুক্তরাজ্য গত বছর ইউক্রেনকে স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছিল। কিন্তু শর্ত ছিল, তা ইউক্রেনের ভেতরেই ব্যবহার করতে হবে।

×