ফিলিস্তিন-লেবানন-সিরিয়ায় ইসরাইলি বর্বরতা থামার কোনো লক্ষণ নেই। এই তিন দেশে হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনকে হত্যা করেছে জায়নিস্ট বাহিনী। বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া এবং গাজা সিটির শেখ রদওয়ান এলাকায় হামলা চালিয়ে ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ছাড়া লেবাননের টায়ারে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে ৯ জন। অন্যদিকে সিরিয়ার ঐতিহ্যবাহী শহর পালমিরায় ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছে ৩৬ জন। খবর আলজাজিরার।
গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়া সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ করে অনেক বেশি হতাহত লোক হাসপাতালে এসে পড়ে, বেশিরভাগই শিশু ও নারী। এখনো অনেক মরদেহ দেয়াল ও ছাদে ঝুলে রয়েছে। যাদের লাশ নিয়ে আসা হয়েছে, তাদের বেশিরভাগই ঘুমের মধ্যে নিহত হয়েছে। গাজায় ইসরাইলের চলমান গণহত্যায় গত বছরের ৭ অক্টোবর থেকে ৪৩ হাজার ৯৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২ জন। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩,৫৫৮ জন নিহত এবং ১৫,১২৩ জন আহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেট ইসরাইলের কাছে অস্ত্র পাঠানোর বিরোধিতা করা একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে। এর পরপরই ওয়াশিংটন গাজার জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরাইলের সঙ্গে জিম্মি বিনিময় হবে না বলে জানিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল-হায়া। আল-আকসা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। আল-হায়া বলেছেন, যুদ্ধ বন্ধ না হলে জিম্মি মুক্তি নিয়ে কোনো আলোচনা হতে পারে না। যদি ইসরাইলি আগ্রাসন শেষ না হয়, তবে বন্দিদের ফিরিয়ে দেওয়ার কোনো কারণ নেই হামাসের। কারণ যুদ্ধ চলাকালীন কেউ তার শক্তিশালী অস্ত্র ত্যাগ করে না। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার জাতিসংঘে উত্থাপিত নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি জিম্মিদের মুক্তির কথা উল্লেখ নেই এমন কোনো প্রস্তাবে সমর্থন দেওয়া হবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। অন্যদিকে সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরাইলি বিমান হামলায় ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় আবাসিক ভবনগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পালমিরা শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা একটি প্রাচীন শহর।
ফিলিস্তিন-লেবানন-সিরিয়ায় হামলা
ইসরাইলি বর্বরতায় তিন দেশে নিহত শতাধিক
শীর্ষ সংবাদ: