ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রান্সজেন্ডার সদস্যের জন্য নারী শৌচাগারের ‘নিষেধাজ্ঞা’

প্রকাশিত: ১৪:২৭, ২১ নভেম্বর ২০২৪

ট্রান্সজেন্ডার সদস্যের জন্য নারী শৌচাগারের ‘নিষেধাজ্ঞা’

কংগ্রেস ভবনে নারীদের জন্য নির্ধারিত শৌচাগার কোনো ট্রান্সজেন্ডার নারী যাতে ব্যবহার করতে না পারেন, সে জন্য প্রতিনিধি পরিষদে আনা একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন নিম্নকক্ষের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।

 

চলতি মাসের শুরুর দিকে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন সারা ম্যাকব্রাইড। তিনি ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য ন্যান্সি মেস নিম্নকক্ষে প্রস্তাব উত্থাপন করেন।

তার প্রস্তাবে কংগ্রেস ভবনে নারীদের জন্য নির্ধারিত শৌচাগারে ট্রান্সজেন্ডার নারীদের ব্যবহার নিষিদ্ধের বিষয় রয়েছে।

এই প্রস্তাবে সমর্থন দিয়ে স্পিকার মাইক জনসন বলেন, প্রতিনিধি পরিষদের ভবনগুলো সব একক-লিঙ্গভিত্তিক অবকাঠামোযেমন শৌচাগার, পোশাক বদলানোর কক্ষ, লকার রুমের মতো জায়গাগুলো জৈবিক লিঙ্গের ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি মেস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জন্মগতভাবে যারা পুরুষ, তাদের কোনো স্থান নারীদের ব্যক্তিগত পরিসরে নেই। এটাই চূড়ান্ত কথা।

তানজিলা

×