প্রস্তাব পাস করা হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে
তেহরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করা হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে ইউরোপের তিন দেশকে হুঁশিয়ারি দিয়েছে।
আন্তজার্তিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি তেহরানে সফরে থাকা অবস্থায়ই এই হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ আলি খামেনির দেশ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য চলতি সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। যদি তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে।
এদিকে রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়ম কানুন অনুসারেই করছে। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওএর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে ইরান এই চুক্তিতে তাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেসিপিওএ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারের শান্তি ও ঐক্যমত্য-ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
তাসমিম