ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িক বন্ধ

প্রকাশিত: ১৭:০৭, ২০ নভেম্বর ২০২৪

কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িক বন্ধ

রাশিয়ার হামলার আশঙ্কায় কিয়েভে নিজেদের দূতাবাস সাময়িক বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

 

আজ বুধবার বিমান হামলার সম্ভাবনা জানার পরই দ্রুত সময়ের মধ্যে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভুখণ্ডে ইউক্রেনের হামলার উত্তেজিত পরিস্থিতিতে এ পদক্ষেপ নেয় আমেরিকা।

গত বুধবার যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধের সহস্রতমদিনে প্রথমবারের মতো রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। এর পরিবর্তে পারমাণবিক অস্ত্রের জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিল রাশিয়া।  

তাই এ হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভের মার্কিন দূতাবাস বলেছে,সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তানজিলা

×