রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে পারমাণবিক ঝুঁকি বাড়ায় ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যকার সংকট নিরসনে বিশেষ হটলাইন এখন আর ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছে ক্রেমলিন।
গত মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক হামলার সীমা কমিয়ে দিয়েছেন, ওয়াশিংটন ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন তৈরি অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার তথ্য প্রকাশিত হলে।
যুদ্ধের এক হাজারতম দিনে জো বাইডেনের বিদায়ী প্রশাসনের অনুমতিতে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্র ও রুশ নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের অনুমতি দিয়ে ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের ভুল ধারণা কমাতে ১৯৬৩ সালে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে একটি হটলাইন প্রতিষ্ঠা করা হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের জন্য আমাদের একটি বিশেষ নিরাপদ লাইন রয়েছে। তবে বর্তমানে এই চ্যানেল ব্যবহার করা হচ্ছে না।‘
মস্কো বলেছে, ওয়াশিংটন এখন পর্যন্ত ইউক্রেনকে সরবরাহ করা সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করা পশ্চিমারা সংঘাত বাড়াতে চায় এমন একটি স্পষ্ট সংকেত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তার ন্যাটো মিত্রদের কাছে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন।
রুশ কূটনীতিকদের মতে, এ সংকট এখন ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সঙ্গে তুলনীয়, যখন দুই স্নায়ুযুদ্ধের পরাশক্তি ইচ্ছাকৃত পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে এসেছিল এবং পশ্চিমারা যদি মনে করে রাশিয়া ইউক্রেন ইস্যুতে পিছু হটবে তাহলে তারা ভুল করছে।
তানজিলা