ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

পুতিনের চোখ ট্রাম্পের শান্তি চুক্তির রূপরেখা

প্রকাশিত: ১৫:৩৩, ২০ নভেম্বর ২০২৪

পুতিনের চোখ ট্রাম্পের শান্তি চুক্তির রূপরেখা

পুতিন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত হলেও বড় আঞ্চলিক ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং কিয়েভকে ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

 

এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে ক্রেমলিনের পাঁচ ঘনিষ্ট সূত্র।

ট্রাম্পের মধ্যস্থতার চুক্তি নিয়ে রাশিয়ার পাঁচ কর্মকর্তা জানান, ক্রেমলিন সামনের সারিতে সংঘাত বন্ধ করতে ব্যাপকভাবে সম্মত হতে পারে।

দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসনের পূর্বাঞ্চলীয় চারটি অঞ্চলের সুনির্দিষ্ট খোদাই নিয়ে আলোচনার অবকাশ থাকতে পারে।

মস্কো চারটি অঞ্চলকে পুরোপুরি রাশিয়ার অংশ বলে দাবি করলেও স্থলভাগে থাকা তার বাহিনী ৭০-৮০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে, প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটার এলাকা আছে ইউক্রেনীয় সেনাদের দখলে।

ইউক্রেনের উত্তর দক্ষিণে খারকিভ মাইকোলাইভ অঞ্চলের তুলনামূলকভাবে ছোট অঞ্চল থেকে সরে আসার জন্যও রাশিয়া প্রস্তুত থাকতে পারে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা।

গত নভেম্বর ভালদাই ডিসকাশন গ্রুপে পুতিন বলেন, 'নিরপেক্ষতা না থাকলে রাশিয়া ইউক্রেনের মধ্যে কোনো প্রতিবেশীসুলভ সম্পর্ক থাকবে না।‘

তানজিলা

×