ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

ন্যাটোর ক্ষেপণাস্ত্র সহায়তাকে শাস্তির আওতায় আনা হবে

প্রকাশিত: ১৫:১৬, ২০ নভেম্বর ২০২৪

ন্যাটোর ক্ষেপণাস্ত্র সহায়তাকে শাস্তির আওতায় আনা হবে

রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনকে সহায়তাকারী ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে বলে হুশিয়ারি দিয়েছে রুশ গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন।

আজ বুধবার ন্যাশনাল ডিফেন্স ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

নারিশকিন বলেন, পুতিন রাশিয়ার পরমাণু নীতিতে যে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তার অর্থ হলো যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব।

তিনি বলেন, "রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলা চালানোর জন্য ন্যাটো মিত্রদের অংশগ্রহণের প্রচেষ্টাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে জো বাইডেনের বিদায়ী প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে মঙ্গলবার রাশিয়ার ভূখণ্ডে মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন।

একই দিনে, পুতিন একটি নীতি নথি অনুমোদন করেছেন যা প্রচলিত অস্ত্র ব্যবহার করে শত্রুর আক্রমণের জবাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা কমিয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, যুক্তরাষ্ট্রের পরমাণু অবস্থান সামঞ্জস্য করার কোনো কারণ তারা দেখছে না। তবে নারিশকিন বলেন, গত সেপ্টেম্বরে পুতিন প্রথম যে রুশ পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন, তা পশ্চিমা দেশগুলোতে 'সতর্কতার সঙ্গে দেখা হয়েছে'

তানজিলা

×