জি-২০ সম্মেলনে বিশ্ব নেতারা
জলবায়ু সংকট মোকাবিলা এবং ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো ধরনের মতৈক্যে পৌঁছাতে পারেননি শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর নেতারা। সোমবার থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হয় দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলন। শেষ পর্যন্ত তারা জলবায়ু মোকাবিলায় কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। বিশ্বনেতারা এসব বিষয়ে মতৈক্যে পৌঁছাতে না পারায় মঙ্গলবার শেষ হয় জি-২০ সম্মেলন। সম্মেলনের শুরুর দিনে বিশ্বনেতারা তাদের আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য দেননি। বরং তারা ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে বেশি আলোচনা করেছেন।
এ আগে জাতিসংঘ বিশ্বের ধনী অর্থনীতির এ দেশগুলোর নেতাদের প্রতি আজারবাইজানে থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নজনিত ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছিল জাতিসংঘ। সোমবারের আলোচনায় জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন জি-২০ নেতারা। এ প্রসঙ্গে পরামর্শক গ্রুপ গ্লোবাল সিটিজেনের সহপ্রতিষ্ঠাতা মিক শেলড্রিক বলেন, জলবায়ু মোকাবিলায় বিশ্বনেতাদের ঐকমত্যে পৌঁছা কঠিন হয়ে যাচ্ছে।
জি-১০ সম্মেলনের প্রথম দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও জি-২০ নেতারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। ইউক্রেন যুদ্ধ আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে। আলোচনায় দীর্ঘ সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এবং তার আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া গাজা ও লেবাননে সামগ্রিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জি-২০ অর্থনীতির শীর্ষ নেতারা। খবর আলজাজিরার।