ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

’কখনো আত্মসমর্পণ না করার’ অঙ্গীকার নিয়ে ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন

প্রকাশিত: ১৬:৫৩, ১৯ নভেম্বর ২০২৪

’কখনো আত্মসমর্পণ না করার’ অঙ্গীকার নিয়ে ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন

যুদ্ধে এক হাজার দিন পূর্তি উপলক্ষে জয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন।

 

আজ মঙ্গলবার কিয়েভ জোর দিয়ে বলেছে, তারা মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে "কখনই আত্মসমর্পণ করবে না"

কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইউক্রেন কখনোই আত্মসমর্পণ করবে না এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রুশ বাহিনীকে শাস্তি দেওয়া হবে।

ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন আগামী বছর পুতিনের সাথে শান্তি আলোচনায় বসতে পারে এমন আশঙ্কার বিপরীতে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভহেনিয়া ফিলিপেনকো বলেন, "পুতিন শান্তি চান না"

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ওয়াশিংটনের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছে ক্রেমলিন।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানায়, রাশিয়ার প্রতিটি নতুন হামলা পুতিনের উদ্দেশ্য নিশ্চিত করে। তিনি চান যুদ্ধ অব্যাহত থাকুক, তিনি শান্তি নিয়ে আগ্রহী নন।

সোমবার রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ) জানায়, তারা ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ফ্রন্ট লাইনে গত মাসে নেওয়া নমুনায় কাঁদানে গ্যাসের চিহ্ন পেয়েছে।

ওপিসিডব্লিউর তত্ত্বাবধানে থাকা -বিস্তার চুক্তি রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে যুদ্ধের পদ্ধতি হিসাবে টিয়ার গ্যাসের মতো দাঙ্গা নিয়ন্ত্রণ এজেন্টের ব্যবহার নিষিদ্ধ।

তানজিলা

×