ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

রাশিয়া-উত্তর কোরিয়ার সম্পর্কে নতুন মোড়

প্রকাশিত: ১৬:১১, ১৯ নভেম্বর ২০২৪

রাশিয়া-উত্তর কোরিয়ার সম্পর্কে নতুন মোড়

রাশিয়ার প্রাকৃতিক সম্পদ পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কোজলভের সাথে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

 

আজ মঙ্গলবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য নিশ্চিত করে।

কোজলভের সাথে বৈঠকের পর কিম বলেন, রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ক 'নতুন কৌশলগত পর্যায়ে' পৌঁছেছে।

বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি সহযোগিতার জন্য ডিপিআরকে-রাশিয়া আন্তঃসরকার কমিটির ১১তম বৈঠকে অংশ নিতে পিয়ংইয়ংয়ে সফর করেছেন কোজলভ।

উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে নতুন চুক্তি সম্পাদনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হওয়ায় খুশি হন কিম।

গত নভেম্বর রাশিয়ার পার্লামেন্টে অনুমোদন পাওয়া কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিটি গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় সফরের সময় পিয়ংইয়ংয়ে প্রথম স্বাক্ষরিত হয়।

এতে উভয় দেশই 'আগ্রাসনের' সম্মুখীন হলে 'প্রয়োজনীয় সব উপায়' ব্যবহার করে পরস্পরকে তাৎক্ষণিক সামরিক সহায়তা দিতে বাধ্য রয়েছে।

ইউক্রেন যুদ্ধে মস্কোর সমর্থনে উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে খবর প্রকাশের পর চুক্তিটি অনুমোদন করা হয়।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সেনারা এরই মধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ অভিযানে অংশ নিয়েছে।

ন্যাটোর নবনিযুক্ত প্রধান মার্ক রুট এই ঘটনাকে সংঘাতের বিপজ্জনক সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন বলেছেন, সেনা মোতায়েনের বিনিময়ে উত্তর কোরিয়া মস্কোর কাছে অত্যাধুনিক পরমাণু অস্ত্র প্রযুক্তি চাইতে পারে।

তানজিলা

×