ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

কৃত্রিম বৃষ্টি চেয়ে কেন্দ্রের কাছে দিল্লি সরকারের চিঠি

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:১৩, ১৯ নভেম্বর ২০২৪

কৃত্রিম বৃষ্টি চেয়ে কেন্দ্রের কাছে দিল্লি সরকারের চিঠি

দিল্লি সরকার বায়ু দূষণের মাত্রা কমাতে জাতীয় রাজধানী অঞ্চলে কৃত্রিম বৃষ্টিপাতের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে।

 

দূষণ বৃদ্ধি রোধে দিল্লি ইতিমধ্যে স্কুল বন্ধ করে দিয়েছে এবং নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে যা এনসিআরের কোটি কোটি বাসিন্দার জন্য মারাত্মক স্বাস্থ্যের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ধোঁয়াশা থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষ এখন কৃত্রিম বৃষ্টির মতো বিকল্প খুঁজছে।

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই আজ এক সংবাদ সম্মেলনে বলেন, "দিল্লির বায়ুর গুণমান অত্যন্ত বাজে অবস্থায় আছে। আমি বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে এই পদ্ধতির ব্যবহার অবিলম্বে বিবেচনা করা দরকার।"

দিল্লির পরিবেশমন্ত্রী জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে জরুরি বৈঠকের জন্য একাধিক চিঠি লিখলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এখন হস্তক্ষেপ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৈতিক দায়িত্ব।

গোপাল রাই জানান, গত বছরই আইআইটি কানপুরের সঙ্গে কৃত্রিম বৃষ্টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তবে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি প্রয়োজন। তাই আগস্ট থেকে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীকে জরুরি বৈঠক এবং প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য চিঠি দেওয়া শুরু করি।

জিআরএপি (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান)-৪ বিধিনিষেধ বাস্তবায়নসহ দিল্লি সরকার এ পর্যন্ত যেসব দূষণ বিরোধী পদক্ষেপ নিয়েছে তার তালিকাও দিয়েছেন রাই।

তানজিলা

×