হংকংয়ের আদালত চীন ভূখণ্ডের বৃহত্তম জাতীয় সুরক্ষা মামলায় একজন গণতন্ত্রপন্থী আইনজীবীকে ১০ বছরের কারাদণ্ড এবং কয়েক ডজন কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
আজ মঙ্গলবার ২০১৪ ও ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আইন বিশেষজ্ঞ বেনি তাইকে সাজা দেওয়া হয়েছে।
বেনিসহ ৪৪ জন শহরের আইনসভার জন্য গণতন্ত্রপন্থী প্রার্থীদের বেছে নিতে একটি অনানুষ্ঠানিক প্রাথমিক নির্বাচন আয়োজনের অপরাধে এ সাজা পেয়েছেন।
প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে এই গোষ্ঠীটি সরকারকে "উৎখাত" করার ষড়যন্ত্র করেছিল।
বেনির পর সবচেয়ে বেশি সাজা দেওয়া হয় ২৭ বছর বয়সী ওয়েন চৌকে, যিনি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাত বছর নয় মাসের কারাদণ্ড পেয়েছিলেন।
২০২১ সালের জানুয়ারিতে হংকংয়ের জাতীয় নিরাপত্তা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া ৪৭ জনের মধ্যে বেনিসহ ৩১ জন দোষ স্বীকার করেছেন। ২০২১ সালের মার্চে ম্যারাথন শুনানির সময় জামিন না হওয়ায় এদের অনেকেই লম্বা সময় ধরে রিমান্ডে ছিলেন।
পরে মে মাসে আদালত অন্য ১৪ কর্মীকে অন্তর্ঘাতের জন্য দোষী সাব্যস্ত করে এবং প্রাক্তন জেলা কাউন্সিলর লরেন্স লাউ ও লি ইউ-শুকে খালাস দেয়।
হংকংয়ের বেইজিং-খসড়া জাতীয় সুরক্ষা আইনের অধীনে, "প্রাথমিক অপরাধী" হিসাবে অভিযুক্ত আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নিম্ন স্তরের অপরাধীদের তিন থেকে ১০ বছরের কারাদণ্ড হবে।
তানজিলা