ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

এবার নেতানিয়াহুর বাসভবনে হামলা!

প্রকাশিত: ০০:৪৬, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:৪৮, ১৮ নভেম্বর ২০২৪

এবার নেতানিয়াহুর বাসভবনে হামলা!

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উত্তর ইসরায়েলের সিজারিয়ার বাড়িতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি কর্র্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুটি ফ্ল্যাশ বোমা ব্যবহার করা হয়েছে। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বোমাগুলো তার বাড়ির বাগানে গিয়ে পড়ে। তবে এ সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বোমা নিক্ষেপের ঘটনায় গতকাল রবিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত যৌথভাবে জিজ্ঞাসাবাদ করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এ ঘটনা সব সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, ইরান ও তার দোসররা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। এর প্রেক্ষিতে নিরাপত্তা ও বিচার বিভাগীয় সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাটজ।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি। দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উসকানি সব সীমা অতিক্রম করেছে। এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর সিজারিয়ার এই বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সেই হামলায় নেতানিয়াহুর বাড়ির শোয়ার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এখন পর্যন্ত নতুন এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

শিহাব উদ্দিন

×