.
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সঙ্গে এটিই ছিল শি জিনপিংয়ের সর্বশেষ বৈঠক। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। খবর বিবিসির।
বর্তমান মার্কিন প্রোসডেন্ট জো বাইডেনের সঙ্গে নিজের চূড়ান্ত বৈঠকে দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের নেতা শি জিনপিং। পেরুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠকে বসেন। এই বৈঠকে তারা প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের চার বছরের দায়িত্বকালে উভয় দেশের সম্পর্কের উত্থান-পতনের কথা স্বীকার করেন। তবে উভয়েই বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে অগ্রগতিও একে অপরের সামনে তুলে ধরেন।
মার্কিন নির্বাচন করতে গিয়ে ঋণের জালে ডেমোক্র্যাটরা ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মন জয়ে মিলিয়ন ডলার ব্যয় করেছে ডেমোক্রেটিক প্রার্থী। সেটা করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছে দলটি। এই ঋণের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে। রবিবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। টেলিগ্রাফ দাবি করেছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে শুধু আইসক্রিম ও ডেলিভারি চার্জের জন্য ২৪ হাজারের বেশি ডলার ব্যয় করেছে কমলা শিবির। এতে আরও বলা হয়েছে, ডেমোক্র্যাটরা দাতাদের কাছ থেকে প্রাপ্ত তহবিলের ১.৫ বিলিয়ন ডলার নষ্ট করেছে। ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, গত জুলাই মাস থেকে নির্বাচনের আগে পর্যন্ত ডেমোক্র্যাটরা খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম উবার ইটস ও ডোরড্যাশেই খরচ করেছে ১৪ হাজার ৯৭৪ ডলার। এর মধ্যে ৮ হাজার ৯২৯ ডলার আইসক্রিমের জন্য সুইট লুসির আইসক্রিম এবং জেনির সেপ্লন্ডিড আইসক্রিম পার্লারে খরচ করেছে। এছাড়া টিম ওয়ালজের সফরের জন্য অ্যারিজোনা বোর্ড গেম ক্যাফে স্নেকস অ্যান্ড ল্যাতেসে ছয় হাজার ডলার ব্যয় হয়েছে।