আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মন্ত্রী কৈলাস গেহলটের আকস্মিক পদত্যাগ নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন।
প্রাক্তন বিজেপি বিধায়ক অনিল ঝাকে ‘আপ’এ স্বাগত জানাতে এক বৈঠকে কেজরিওয়ালকে গেহলটের আকস্মিক পদত্যাগ করা নিয়ে প্রশ্ন করা হলে তৎক্ষণাৎ মাইক্রোফোন ঘুরিয়ে রাখেন তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এর পরেই বক্তব্যে বিজেপির সমালোচনা করলেও গেহলটের পদত্যাগ নিয়ে কথা বলেননি।
এর আগে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং গেহলটের পদত্যাগকে বিজেপির 'নোংরা রাজনীতির' অংশ বলে মন্তব্য করেছিলেন।
কৈলাস নিজের এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্র পোস্ট করার প্রায় এক ঘন্টা পরে আপ প্রতিক্রিয়া জানায়।
কেজরিওয়ালকে কটাক্ষ করে গেহলট 'শীশমহল'-এর মতো অনেক বিশ্রী বিতর্কের উল্লেখ করেছেন।
গেহলট বলেন, আম আদমি পার্টি নিজস্ব রাজনৈতিক এজেন্ডার জন্য লড়াই করছে এবং এটি দিল্লির জনগণকে প্রাথমিক পরিষেবা সরবরাহ করার আমাদের ক্ষমতাকে মারাত্মকভাবে পঙ্গু করে দিয়েছে।"
গেহলট পদত্যাগপত্র স্বাক্ষররের আগে লিখেন, দিল্লির মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে আমি আমার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম। আর সেটা চালিয়ে যাওয়ার কারণে আমি এ পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।
গেহলট ২০১৫ সাল থেকে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত বছর দুর্নীতি মামলায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর অর্থ দপ্তর সামলাচ্ছিলেন তিনি।
গেহলটের ঘোষণায় সাড়া দিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘আম আদমি পার্টির খাস (বিশেষ) আদমি পার্টিতে পরিণত হওয়ার বিস্তারিত বিবরণ দিয়েছেন গেহলট। তারা জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।‘
তানজিলা