ট্রাম্প হেগসেথকে তার পরবর্তী প্রতিরক্ষা সচিব হিসাবে ঘোষণা করার ৪৮ ঘণ্টার মধ্যে হেগসেথের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়।
২০১৭ সালের ৮ অক্টোবর ক্যালিফোর্নিয়ার মন্টেরিতে হেগসেথের বিরুদ্ধে 'যৌন নিপীড়নের' অভিযোগ আনা হয়।
অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার এক ফোনালাপে হেগসেথকে জিজ্ঞাসাবাদ করেন চিফ অব স্টাফ সুসি উইলস।
সেসময়ে ফেসবুক পোস্টের এক ছবি থেকে জানা যায়, সেই নিপীড়নের সময় ক্যালিফোর্নিয়া ফেডারেশন অব রিপাবলিকান উইমেন আয়োজিত এক সম্মেলনে একজন বক্তা হিসেবে হোটেলে উপস্থিত ছিলেন হেগসেথ।
সরকারী সূত্রের জোর দাবি, এ ঘটনার পরেও ট্রাম্প ও তার দল হেগসেথের মনোনয়ন নিয়ে এগিয়ে চলেছে।
গত শুক্রবার পর্যন্ত কল্পনা করা হচ্ছিল যে, হেগসেথ হয়তো শেষ পর্যন্ত নিজের মনোনয়ন প্রত্যাহার করবেন।
সিনিয়র সামরিক কর্মের অভিজ্ঞতা ছাড়া হেগসেথকে প্রতিরক্ষা সচিব হিসাবে নির্বাচন করা সকলকে অবাক করেছে।
ট্রাম্পের যোগাযোগ পরিচালক এক বিবৃতিতে হেগসেথকে রক্ষা করে বলেছিলেন যে, তিনি জোরালোভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
তানজিলা