ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

‘আনমোল’ এখন সেলিব্রিটি

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:৪৯, ১৫ নভেম্বর ২০২৪

‘আনমোল’ এখন সেলিব্রিটি

১৫০০ কেজি ওজনের মহিষটির নাম ‘আনমোল’। দাম ২৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা)। এটি এখন হরিয়ানার গর্ব ও ভারতের কৃষি এবং বিশ্বের এক নতুন পরিচিতি। পুস্কর মেলার প্রাঙ্গণজুড়ে হাজার হাজার দর্শক জড়ো হয়েছেন শুধু আনমোলকে দেখার জন্য।

একের পর এক ভিডিও ক্যামেরা, মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে আনমোল যেন এক সোসাইটি সেলিব্রিটি! তার কালো, চকচকে ত্বক, বিশাল আকার এবং পেশিবহুল শরীর যেন পুরো অনুষ্ঠানে আলোকিত। এদিকে, আনমোল দাঁড়িয়ে থাকে এক ঠান্ডা মাথায়, যেন সে শুধু মঞ্চের তারকাই নয়, জীবন্ত কিংবদন্তি।

মহিষটির মালিক গিল এক সাধারণ কৃষক, তবে তার মহিষটি এখন ভারতের কৃষি ইতিহাসের এক উজ্জ্বল তারকা। গিল, যিনি তার ময়লা সাদা শার্ট আর চটি পরে প্রতিদিন ৩০টি কলা, ২০টি ডিম, ২৫০ গ্রাম বাদাম, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ, তেলের কেক, ঘি, সয়াবিন এবং ভুট্টার মতো বিশেষ খাবার দেন তার এই মহিষটিকে। তিনি বলেন, এটা আমার পরিবারের সদস্য, শুধু গবাদি পশু নয়।

গিল জানান, আমরা প্রতি সপ্তাহে দু’বার তার সিমেন সংগ্রহ করি। কৃষকদের কাছে এটি অত্যন্ত মূল্যবান, কারণ এর সাহায্যে তারা উন্নত প্রজাতির গবাদি পশু পেতে পারে। যার মাধ্যমে গিল প্রতি মাসে ৪-৫ লাখ রুপি উপার্জন করেন।

গিল বলেন, এটি শুধু টাকার ব্যাপার নয়, আনমোল আমাদের গর্ব। আমরা জানি, এর সিমেন থেকে কৃষকরা আরও শক্তিশালী মহিষ পাবেন এবং সেজন্যই আনমোল আমার পরিবারের অংশ। গিল দৃঢ়ভাবে জানান, এটি বিক্রি হবে না। আনমোল আমার হৃদয়ের অংশ। সূত্র : এনডিটিভি

×