ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

যান্ত্রিক ত্রুটিতে আটকে গেলো মোদীর বিমান

প্রকাশিত: ১৬:২২, ১৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:২৩, ১৫ নভেম্বর ২০২৪

যান্ত্রিক ত্রুটিতে আটকে গেলো মোদীর বিমান

ঝাড়খণ্ডের দেওঘরে নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ফলে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি ফিরতে দেরি হবে।

 

আজ শুক্রবার ঝাড়খণ্ডের আদিবাসী আইকন বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে এবং ২০ নভেম্বর ঐ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে দুটি জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে ৮০ কিলোমিটার দূরে রাহুল গান্ধীর হেলিকপ্টার এয়ার ট্রাফিক কন্ট্রোলের ছাড়পত্রের জন্য  অপেক্ষায় ছিল ৪৫ মিনিট। তাই কংগ্রেসের দাবি, এ নেতার প্রচারের সময়সূচি ব্যাহত করতে ইচ্ছাকৃতভাবে দেরী করানো হয়েছে।

গোড্ডা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে চাকাইয়ে প্রধানমন্ত্রীর সমাবেশের দিকে ইঙ্গিত করে কংগ্রেস বলছে, রাহুল গান্ধীর গতিবিধির চেয়ে তার ইভেন্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ৪৫ মিনিট পর হেলিকপ্টারটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়।

তানজিলা

×