বাতাস বিষাক্ত হয়ে যাওয়ার কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা
ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণগত মানের আরও অবনতি হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে দিল্লির বেশ কয়েকটি অংশে এই মান ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে শহরটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দূষণ মোকাবিলায় সকাল ৮টা থেকে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩) কার্যকর হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়াশার পুরু আস্তরে আবারও ঢেকে গেছে রাজধানীসহ নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রাম। বাতাসের ক্রমবর্ধমান গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) কেন্দ্রীয় দূষণ পর্যবেক্ষণ সংস্থা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)-কে জিআরএপি এর তৃতীয় পর্যায়ে বিধিনিষেধ আরোপ করতে বলেছে। এর মধ্যে নির্মাণ কার্যক্রম এবং শহর ও নগরে বিএস-৩ পেট্রোল ও বিএস -৪ ডিজেল চালিত যানবাহন চলাচলেরও ওপর নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। দিল্লি সরকার আরও ঘোষণা করেছে, দূষণের উদ্বেগজনক মাত্রার কারণে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করা যেতে পারে।
আর কে