ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আতশবাজির শব্দে মারা গেল পান্ডা!

প্রকাশিত: ১৪:০৪, ১৪ নভেম্বর ২০২৪

আতশবাজির শব্দে মারা গেল পান্ডা!

নিহত পান্ডা রক্সি

স্কটল্যান্ডের এডিনবার্গে চিড়িয়াখানায় একটি লাল পান্ডা শাবক আতশবাজির শব্দে ভয় পেয়ে মারা গেছে বলে দাবি করেছেন সংরক্ষণবিদরা।

স্কটল্যান্ডের রয়্যাল জুলজিক্যাল সোসাইটি, যারা চিড়িয়াখানাটি পরিচালনা করে, জানিয়েছে যে আতশবাজি শব্দের প্রতিক্রিয়ার কারণে হৃদস্পন্দন বেড়ে তিন মাস বয়সী রক্সির মৃত্যু ঘটে।

রক্সি সম্প্রতি তার মা, জিঞ্জারকে হারিয়েছিল।বোনফায়ার নাইটে আতশবাজির শব্দে সে অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজের বমি গিলে ফেলে, যার ফলে সে মারা যায়।

রয়্যাল জুলজিক্যাল সোসাইটির উপ-মুখ্য নির্বাহী বেন সাপল বলেছেন, "রক্সির কাছে শব্দগুলো খুব বেশি হয়ে দাঁড়িয়েছিল।" তিনি আরও বলেন, "আতশবাজি পোষা প্রাণী, কৃষি প্রাণী এবং চিড়িয়াখানার প্রাণীদের জন্য ভয় এবং অস্বস্তির কারণ হতে পারে, তাই যুক্তরাজ্য এবং স্কটল্যান্ড সরকারকে এর বিক্রি এবং ব্যবহার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।"

তিনি বলেন, "আমরা প্রাণীকল্যাণ সংস্থাগুলোর আহ্বানে সমর্থন জানাচ্ছি, যাতে জনসাধারণের কাছে আতশবাজি বিক্রি বন্ধ করা হয় এবং শুধুমাত্র আয়োজিত অনুষ্ঠানগুলোতে আলোচিত্র প্রদর্শন অনুমোদিত হয়।"

তিনি আরও জানান, "আতশবাজির শব্দ প্রায় সব স্থানে পৌঁছায়, তাই শহরের বেশিরভাগ এলাকায় এ ধরনের নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে হবে।"

নতুন আতশবাজি নিয়ন্ত্রণ আইনটি ১-১০ নভেম্বর পর্যন্ত এডিনবার্গের চারটি এলাকায় কার্যকর করা হয়েছে, তবে চিড়িয়াখানার আশেপাশের এলাকা এই আইনের অন্তর্ভুক্ত ছিল না।

নাহিদা

×