নেটফ্লিক্সের মাসিক সাবস্ক্রিপশন ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার স্ট্রিমিং সেবাটি। নতুন দাম অনুযায়ী, প্রতিটি প্ল্যানেই মূল্যবৃদ্ধি করা হয়েছে।
সবচেয়ে সস্তা মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যান, যা ৪৮০পি স্ট্রিমিং কোয়ালিটি দেয় এবং ট্যাবলেট বা স্মার্টফোনে ব্যবহার করা যায়, সেটির মাসিক খরচ এখন থেকে ১৮.৯০ মালয়েশিয়ান রিংগিত, যা বাংলাদেশী টাকায় ৫০৩ টাকা। এছাড়া, ৭২০পি বেসিক প্ল্যানের দাম ২৮ রিংগিত থেকে বেড়ে ২৯.৯০ রিংগিত হয়েছে, যা বাংলাদেশী টাকায় ৭৯৬ টাকা। স্ট্যান্ডার্ড ১০৮০পি প্ল্যানের জন্য গ্রাহকদের এখন ৪৯.৯০ রিংগিত (বাংলাদেশী টাকায় ১৩২৯ টাকা) এবং ৪কে প্রিমিয়াম প্ল্যানের জন্য ৬২.৯০ রিংগিত (বাংলাদেশী টাকায় ১৬৭৫ টাকা) দিতে হবে।
এই মূল্যবৃদ্ধি আজ (১৪ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং নতুন গ্রাহকদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হবে।
অবশ্য, অ্যাস্ট্রোর টিভি প্ল্যানে যাদের নেটফ্লিক্স অন্তর্ভুক্ত রয়েছে, তাদের জন্য নতুন দাম কার্যকর হবে আগামী বছরের ১ মার্চ থেকে। তবে যারা অ্যাস্ট্রো মাধ্যমে নেটফ্লিক্স অ্যাড-অন হিসেবে ব্যবহার করছেন, তাদের পরবর্তী বিলিং সাইকেলে (২১ নভেম্বরের পর) নতুন ফি কার্যকর হবে।
নাহিদা