যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাক্ষাৎ করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্যবাহী প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরছেন।
বৈঠক শেষে বাইডেন ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের আশ্বাস দেন এবং ট্রাম্পও হস্তান্তর প্রক্রিয়াকে সম্মান জানান। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, “২০২০ সালের নির্বাচন পরবর্তী জটিল পরিস্থিতির অভিজ্ঞতার পর এ বৈঠকটি শাসন ব্যবস্থার ধারাবাহিকতা ও স্থিতিশীলতার প্রতীক।”
ওয়াশিংটনে আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হ্যালকেট মন্তব্য করেন যে, বাইডেন ও ট্রাম্পের মুখোমুখি হাসি যদিও সৌজন্যের প্রতীক, কিন্তু সেটিকে অনেকে “দেখানোর জন্য হাসি” বলেই অভিহিত করেছেন।
ক্যাপিটল হিলে ট্রাম্পের নতুন এজেন্ডা
হোয়াইট হাউজের বৈঠকের পর ক্যাপিটল হিলে রিপাবলিকান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। কংগ্রেসে রিপাবলিকানদের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা তাকে কঠোর নীতিমালা বাস্তবায়নে সাহায্য করবে বলে তিনি আশাবাদী। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ইতোমধ্যেই তার ঘনিষ্ঠ মিত্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের উদ্যোগ নিয়েছেন, যা তার ভবিষ্যৎ প্রশাসনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নাহিদা