ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত: ২২:১১, ১৩ নভেম্বর ২০২৪

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আসামে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অনুপ্রেবেশের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

দেশটির সংবাদমাধ্যম নর্থইস্টটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জ জেলায় প্রবেশের অভিযোগে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, তারিক আনোয়ার, দয়াল মাল, মনু মাল, শাহজাহান মিয়া, জয়নব সাপুরিয়া এবং খলিমুর মাল।

আসামের করিমগঞ্জ জেলার সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেছে আসাম পুলিশ।

স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মাঝে সমন্বয়ের পর গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেছেন, ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন রোধে রাজ্য সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

তাসমিম

×