ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে ২ নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৯, ১৩ নভেম্বর ২০২৪

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে ২ নাগরিকের মৃত্যু

নিহত ২ ইসরায়েল নাগরিক। সূত্র:দ্য টাইমস অব ইসরায়েল

ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে। অন্যদিকে, হিজবুল্লাহর এক হামলায় ইসরায়েলের উত্তরে ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (স্থানীয় সময়) সকালে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের আকাশে ধোঁয়ার কুণ্ডলী ভেসে উঠতে দেখা যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ঘাঁটিতে হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল তার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। এই হামলার পূর্বে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। তারা জানায়, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র।

হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় ড্রোন হামলা চালানোর দায় স্বীকার করেছে, যা একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে।মঙ্গলবার উত্তরের উপকূলীয় শহর নাহারিয়ায় কাজ করার সময় একটি রকেট বিস্ফোরিত হলে দুইজন নিহত হন। এদিন হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী উত্তর ও মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ও ড্রোন হামলা চালায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, এক বছর ধরে চলমান এই সংঘাতে ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৩২৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছে।

নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতি হবে না।

নাহিদা

×