ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মুখ খুললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২২:০২, ১১ নভেম্বর ২০২৪

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মুখ খুললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মুখ খুললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের অব্যাহত হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো গাজা। প্রতিদিনই ইসরায়েলি হামলায় সেখানে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা স্বপ্নই হয়েই রয়ে গেছে।

এবার স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মুখ খুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। সোমবার জেরুজালেমে সাংবাদিকদের তিনি বলেন, সার্বভৌম একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তবসম্মত নয়। তার এই ঘোষণায় ফিলিস্তিনিদের স্বপ্নভঙ্গ হবে।

নতুন নিয়োগ পাওয়া ইসরায়েলের এই মন্ত্রী বলেন, আমার মনে হয় আজকের দিনে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চাওয়াটা বাস্তবসম্মত নয়। আমাদের অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের বিনিময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন গিদেওন।

তাসমিম

×