ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সেরা ভবনের খেতাব পেল স্কুল

প্রকাশিত: ২২:০৯, ১০ নভেম্বর ২০২৪

সেরা ভবনের খেতাব পেল স্কুল

.

আকাশচুম্বি ভবন, জাদুঘর ও বিমানবন্দরের টার্মিনালকে পেছনে ফেলে ‘বিশ্বের সেরা নতুন ভবন ২০২৪’ খেতাব পেয়েছে অস্ট্রেলিয়ার একটি স্কুল। সিডনির চিপানডেলে উপশহরের ডার্লিংটন পাবলিক স্কুলটি ২২০টি ভবনকে টপকে সেরার খেতাব জিতেছে। হাজার হাজার ভবন থেকে ২২০টি ভবনকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। সেখান থেকে এই স্কুলটিকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়। খবর সিএনএনের।
সিঙ্গাপুরে ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভালে সেরা হিসেবে স্কুলটির নাম ঘোষণা করা হয়। গত গ্রীষ্মে স্কুলটি খোলা হয়। এটি কৌণিক ইট দিয়ে তৈরি একটি ক্যাম্পাস। এটির ছাদটি দেখতে কড়াতের দাঁতের মতো। বাইরে আছে পর্যাপ্ত খোলা জায়গা। যার মধ্যে রয়েছে একিট বাস্কেটবল কোর্টও। এছাড়া এটির বাইরের অংশে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে লোহার স্ক্রিন। যার মাধ্যমে স্কুলটিতে দিনের আলো ও বাতাস প্রবেশ করতে পারে। 

×