ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পিছু হটেছে কাতার: যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে বিরতি

প্রকাশিত: ০৯:০৫, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ০৯:৩৯, ১০ নভেম্বর ২০২৪

পিছু হটেছে কাতার: যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে বিরতি

কাতার শুরু থেকে  যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা রেখে আছে এবং যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে যা যা কারা প্রয়োজন তাদের দাবি  তারা সবই করেছে। তবে বর্তমানে শান্তি সংলাপের বর্তমান যে অবস্থা, তা খুবই হতাশাজনক। এজন্যই তারা সরে এসেছে  বলে ধারনা করা হচ্ছে। 

কাতার ঘোষণা দিয়েছে, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির আলোচনায় আন্তরিক না হলে তারা গাজা সংঘাতে মধ্যস্থতার চেষ্টা থেকে বিরত থাকবে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরও তাদের কার্যক্রমে আর প্রাসঙ্গিক নয়। আল আরাবিয়া নিউজ জানিয়েছে, এ বিষয়ে কাতার ইতোমধ্যে হামাসকে সতর্ক করেছে।  

গাজায় শান্তি স্থাপনের জন্য সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেওয়া এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে হামাস অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে দোহা

উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কাতারও গাজায় চলমান যুদ্ধে বিরতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে চলতি বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আলোচনায় ফলপ্রসূ কোনো অগ্রগতি হয়নি, কারণ হামাস স্বল্প মেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

হামাস ও ইসরায়েল ‘আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা না দেখানো’ পর্যন্ত গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার চেষ্টা থেকে কাতার বিরত থাকবে, বিষয়টি সম্পর্কে জ্ঞাত এক কর্মকর্তা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

শনিবার তিনি আরও জানান, পারস্য উপসাগরীয় ক্ষুদ্র আরব দেশটি আরও সিদ্ধান্তে এসেছে যে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর ‘আর তাদের উদ্দেশ্য সাধন করছে না।


 

জাফরান

×