জনসংখ্যা বাড়াতে ‘মিনিস্ট্রি অব সেক্স’ খুব শীগ্রই চালু করতে পারে রাশিয়া।জন্মহার কমে যাওয়া রুখতে নতুন এক উদ্যোগের কথা ভাবছে দেশটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে বলে পুতিনের অনুগত এবং পরিবার সুরক্ষা, পিতৃত্ব, মাতৃত্ব ও শৈশব সম্পর্কিত রাশিয়ান সংসদের কমিটির চেয়ারম্যান নিনা ওসতানিনা এই ধরনের একটি মন্ত্রণালয়ের পক্ষে একটি পিটিশন পর্যালোচনা করছেন বলে জানা যায়।
প্রতিবেদনে আরো বলা হয়, ইউক্রেন যুদ্ধে সেনা হারাচ্ছে রাশিয়া। সে অনুযায়ী দেশটি পর্যাপ্ত জনবলের অভাবে পড়তে পারে। এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে না হয়, সে জন্য এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন রুশ নীতিনির্ধারকেরা।
এর মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পিটিশন করা হয়েছে। মস্কভিচ নামের একটি ম্যাগাজিনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই পিটিশন দায়ের করেছে গ্ল্যাভপিআর নামের একটি সংস্থা। তারা মনে করছে, জনসংখ্যা বাড়াতে মন্ত্রণালয় থাকা দরকার।
জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত দিয়েছেন পুতিনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ক্রেমলিনের ডেপুটি মেয়র অ্যানাস্তাসিয়া রাকোভা। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে বলেন, ‘সবাই জানে যে, নারীদের মধ্যে প্রজনন হার বাড়ানো ও গর্ভবতী হওয়ার যোগ্যতা বাড়াতে বিশেষ টেস্ট রয়েছে।’
ফুয়াদ