নতুন প্রেসিডেন্ট ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর পরই আলোচনার মোড় ঘুরতে শুরু করে যে এই দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের দলে কারা কারা কর্মী হিসেবে নির্বাচিত হবে।
ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের মার-এ-ল্যাগো ক্লাবের সেই সাধারণ আলোচনা এখন প্রায় যুদ্ধে রূপ নিয়েছে।
গত বুধবার রাতে এই ক্লাবে ট্রাম্পের নিজের টেবিল থেকে অন্যদের বসার টেবিল কতটা দূরে ছিলো, কে কতটা কাছে বসেছে এসব নিয়ে তুমুল আলোচনা চলেছে।
সে রাতে ক্লাবটিতে রবার্ট এফ কেনেডি জুনিয়র, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, তুলসী গ্যাবার্ড, টম ব্যারাক এবং ট্রাম্পের ট্রানজিশন কো-চেয়ার হাওয়ার্ড লুটনিক এবং লিন্ডা ম্যাকমোহনকে উপস্থিত দেখা গিয়েছে।
এরই মধ্যে শীর্ষ পদ প্রত্যাশীরা ট্রাম্প প্রশাসনে জায়গার আশায় অন্যদের সঙ্গে জোট গঠনের চেষ্টা করছেন। এমনকি অনেকে ফ্লোরিডায় ফ্লাইট বুক করে ফেলেছেন যেন আগামীতে ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়।
কূটনীতিবিদদের মতে, ট্রাম্প তার পছন্দের তালিকা ছোট করে ফেলেছেন।
গত বৃহস্পতিবার ট্রাম্প তার প্রচারণা ব্যবস্থাপক হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করে, সুশৃঙ্খল প্রচারণা চালানোর জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র দাবি করে, কুসংস্কারের কারণে ট্রাম্প নির্বাচনের আগে প্রশাসনে কাকে রাখা হবে তা নিয়ে আলোচনায় অংশ নিতে অস্বীকার করতেন।
গত দুই বছর যারা তার পাশে ছিলেন তাদের পুরস্কৃত করতে আগ্রহী ট্রাম্প। সাম্প্রতিক ব্যক্তিগত এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা পাশে ছিলেন সেসময় তারা যদি ভিন্ন মতাদর্শেরও হয় তবুও তাদের জায়গা দেওয়া হবে।
তানজিলা