ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ট্রাম্পকে গোপনে অভিনন্দন পুতিনের!

প্রকাশিত: ২১:৩৬, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৩৭, ৭ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে গোপনে অভিনন্দন পুতিনের!

ট্রাম্পকে গোপনে অভিনন্দন জানিয়েছেন পুতিন

আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেও এখন পর্যন্ত সেই তালিকায় নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদিও নিতান্তই সাদামাটা একটি অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে, কিন্তু এখনও ট্রাম্পের উদ্দেশে কোনো আনুষ্ঠানিক অভিনন্দনবার্তা পুতিন দিয়েছেন বলে জানা যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে পুতিন গোপনে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তবে পুতিনের মুখপাত্র এবং রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এ তথ্য উড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার ক্রেমলিনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, “আপনারা এমন এক দেশের ব্যাপারে আমাকে প্রশ্ন করলেন, যারা একেবারেই আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ নয় এবং বছরের পর বছর ধরে সরাসরি বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে যুদ্ধ করছে। তাই সেই দেশের নির্বাচনে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর মতো মানসিক অবস্থা আমদের নেই।”

সাবেক সোভিয়েত আমলের ৮২ বছর চরম শত্রুতা ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক মেরামত হচ্ছিল, তবে তা ফের বিপর্যয়ের মধ্যে পড়ে ২০২২ সালে রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে। এ যুদ্ধে ইউক্রেনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র : আরটি

তাসমিম

×