ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

সবচেয়ে উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৪

প্রকাশিত: ২১:০৬, ৭ নভেম্বর ২০২৪

সবচেয়ে উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৪

২০২৪ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে

২০২৪ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা। বৃহস্পতিবার কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হতে যাচ্ছে এটি। উষ্ণতায় এই বছরটি ২০২৩ সালকে যে পিছনে ফেলে দেবে এ বিষয়ে কার্যত নিশ্চিত তারা। খবর রয়টার্সের।
আজারবাইজানে আগামী সপ্তাহে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে এই তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই শীর্ষ সম্মেলনে দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নে বিশাল বৃদ্ধি নিয়ে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আলোচনার এই প্রত্যাশার গুড়েবালি দিয়েছে। ২০১৬ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নানা আইন বাতিল করেন ট্রাম্প। তখন প্রথম দেশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলেছে, জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা এতটাই বেশি ছিল যে এটি প্রায় নিশ্চিত করেই বলা যায়, বছরের বাকি অংশে তাপমাত্রার বৈপরীত্য শূন্যের কাছাকাছি না এলে ২০২৪ সালই হবে বিশ্বের উষ্ণতম বছর। সংস্থাটির পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, চলতি বছরের রেকর্ডের মৌলিক ও প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন। তিনি বলেন, সাধারণত জলবায়ু উষ্ণ হচ্ছে।

এটি সব মহাদেশে, সব সাগর অববাহিকায় উষ্ণ হচ্ছে। তাই আমরা সেই রেকর্ডগুলো ভাঙতে দেখতে বাধ্য। বিজ্ঞানীরা বলেছেন, ২০২৪ সালই হবে প্রথম বছর যখন প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) তুলনায় বিশ্ব ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উষ্ণ হবে। প্রাক-শিল্প যুগে মানুষ শিল্পখাতে জীবাশ্ম জ্বালানি পোড়াতে শুরু করেছিল।

×