ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চীন আমদানি কমানোয় ক্ষতির মুখে ভারত

প্রকাশিত: ২১:০২, ৭ নভেম্বর ২০২৪

চীন আমদানি কমানোয় ক্ষতির মুখে ভারত

চীনের অর্থনৈতিক মন্দা

আমদানি কমিয়েছে চীন। দেখা দিয়েছে ৪১ বিলিয়ন ডলারের ঘাটতি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ১১ টির মধ্যে ৮ টি প্রান্তিকেই চীনের প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশের নীচে। 

রাজনৈতিক অবস্থান যেমনই থাকুক না কেন বাণিজ্যে দুই দেশই একে অপরের উপর বেশ নির্ভরশীল। তবে অভ্যন্তরীন চাহিদা কমায় প্রভাব পড়েছে আমদানিতে। টানা ৬ মাস ধরে ভারত থেকে বছর ব্যবধানে কমেছে ১ বিলিয়ন ডলারের রপ্তানি। সব মিলিয়ে এ বছরের এপ্রিল থেকে আগস্টে রপ্তানি কমেছে ৪১ বিলিয়ন। যা ২০২৩- এর তুলনায় ১৪ শতাংশ বেশি। 

ভারত থেকে চীনে রপ্তানিকৃত ৬৩৪টি পণ্যের মধ্যে ৩০৫টি পণ্যের রপ্তানির পরিমাণ কমেছে। আবাসন ও অবকাঠামো খাতে বিনিয়োগ কমায়; আকরিক লোহা, গ্রানাইট এবং পাথরজাতীয় পণ্যের রপ্তানি বছর ব্যবধানে কমেছে ২৫ শতাংশের কাছাকাছি। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে সুতায়। এই পণ্যের রপ্তানি গত বছরের তুলনায় ৮০ শতাংশ কমেছে। 

মজার ব্যাপার হল চীনের অভ্যন্তরীন চাহিদা কমায় বিশ্বব্যাপী তেলের চাহিদা কমলেও চলতি অর্থবছর ভারত থেকে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ। 

তাসমিম

×