ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হারানো মর্যাদা ফেরাতে জম্মু কাশ্মীর বিধানসভায় প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ৬ নভেম্বর ২০২৪

হারানো মর্যাদা ফেরাতে জম্মু কাশ্মীর বিধানসভায় প্রস্তাব গৃহীত

বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ার পর হট্টগোল সৃষ্টি হয়

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের হারানো বিশেষ মর্যাদা ফেরাতে ওই রাজ্যের বিধানসভায় প্রস্তাব গৃহীত হলো। বুধবার আচমকাই সেই প্রস্তাব পেশ করেন উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী। হকচকিত বিজেপি সদস্যদের বিরোধিতা সত্ত্বেও সেই প্রস্তাব কণ্ঠভোটে পাস করা হয়। খবর এনডিটিভির। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর দুই টুকরা করা হয়। লাদাখকে পৃথক করে গড়ে তোলা হয় দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল। খারিজ করে দেওয়া হয় ৩৭০ অনুচ্ছেদসহ যাবতীয় বিশেষ মর্যাদা। ভোটের প্রচারে বিজেপি নেতারা বারবার বলেছেন, ৩৭০ অনুচ্ছেদ অতীত।

কোনোদিনই আর তা ফেরানো যাবে না। তবে রাজ্যের মর্যাদা ফেরানো হবে। যদিও তা কবে হবে সে বিষয়ে কেন্দ্র নিরুত্তর। বিধানসভার অধিবেশন শুরুর প্রথম দিনেই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে দেওয়ার দাবিতে এক প্রস্তাব পেশ করেছিলেন পিডিপি নেতা ওয়াহিদ পারা। যদিও স্পিকার তা গ্রহণ করেননি। সেই প্রস্তাব সম্পর্কে সেদিন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছিলেন, শুধু প্রচার পেতে পিডিপি সদস্য এই কাজ করেছেন। তারা সত্যিই আগ্রহী থাকলে প্রস্তাব নিয়ে ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সঙ্গে আলোচনা করতে পারতেন। সরকারের পক্ষ থেকে বুধবার পেশ করা প্রস্তাবে অবশ্য ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ করা হয়নি।

একটু ঘুরিয়ে বলা হয়েছে, সাংবিধানিক রক্ষাকবচ ও বিশেষ মর্যাদা পুনঃস্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করুক। প্রস্তাবে বলা হয়, সংবিধানের যে অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরের জনগণের পরিচয়, সংস্কৃতি ও অধিকার রক্ষার কথা বলা হয়েছিল, তা ফেরাতে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্র আলোচনা শুরু করুক। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হওয়ার পরই স্পিকার সভা মুলতবি করে দেন। ফলে এ নিয়ে আলোচনার কোনো অবকাশ বুধবার বিধানসভায় ছিল না। তবে বিজেপি ওই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। বিজেপি সদস্যরা বিধানসভার ওয়েলেও নেমে আসেন। 
রাজ্য দ্বিখ-িত করা, পূর্ণ রাজ্য থেকে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা এবং ৩৭০ অনুচ্ছেদের মতো সাংবিধানিক মর্যাদা খারিজ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক সূক্ষ্ম বিভাজন আছে।

×