ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ট্রাম্পপুত্রের ভোট দেওয়া নিয়ে কেন এত মাতামাতি? 

প্রকাশিত: ২১:৪২, ৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পপুত্রের ভোট দেওয়া নিয়ে কেন এত মাতামাতি? 

বাবার সঙ্গে ব্যারন ট্রাম্প। 

 হোয়াইট হাউস পুনরুদ্ধার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন তার ছেলে ব্যারন ট্রাম্প।

ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় ব্যারনের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টও করেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। পোস্টে তিনি জানান, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে গেল ব্যারন, তাও আবার প্রথম ভোটটি বাবার জন্য।

২০১৬ সালে প্রথম নির্বাচনে লড়াই করেন ডোনাল্ড ট্রাম্প। সেবার তিনি হিলারি ক্লিনটনকে পরাজিত করে হোয়াইট হাউসের বাসিন্দা হন। এরপর ২০২০ সালে বাইডেনের কাছে হেরে যান তিনি। এবার কমলা হ্যারিসকে পরাজিত করে ঠিকই পুনরুদ্ধার করেছেন হোয়াইট হাউস।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের আমলে যেভাবে দেশে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এবার হয়তো সেই পরিস্থিতির কিছুটা অবসান ঘটাতে পারেন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। 

তাসমিম

×