ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ট্রাম্পের জীবনে যত উত্থান-পতন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পের জীবনে যত উত্থান-পতন

ডোনাল্ড ট্রাম্প

ব্যাপক পরিচিতি, কৌশলী রাজনীতি, হেনস্তা আর কটূক্তি সব মিলিয়ে উত্থান-পতন আর বিতর্কিত জীবন বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্পের। মিলিটারি স্কুলে পড়ালেখা, এরপর বাবার ব্যবসার দায়িত্বভার হাতে তুলে নেওয়া। ছিলেন টেলিভিশন ব্যক্তিত্বও। নানা চড়াই-উৎরাই পার হয়ে তার পদচারণা রাজনীতির অঙ্গনে। যুক্তরাষ্ট্রের একজন বড় ব্যবসায়ী বাবার ঘরে ১৯৪৬ সালে জন্ম ডোনাল্ড ট্রাম্পের। ১৩ বছর বয়সে স্কুলে দুষ্টামি করায় বাবা ভর্তি করিয়ে দেন মিলিটারি স্কুলে। এরপর পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে অর্জন করেন ডিগ্রি। খবর সিএনএনের।
এক সময় ধারণা করা হতো, পরিবারের অধিকারে বিপুল সম্পত্তি থাকায় তিনি তার বাবার কোনো প্রতিষ্ঠানেই কাজ করবেন। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও ভাই পাইলট হওয়ার সিদ্ধান্ত নিলে বাবার ইচ্ছায় পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। বাবার সাহচর্যে থাকায় তাকেই মানতেন তার অনুপ্রেরণার উৎস হিসেবে। প্রথমে বাবার বিভিন্ন প্রজেক্ট দেখাশোনা। এরপর বাবার কাছ থেকে ১০ লাখ ডলার ঋণ নিয়ে নামেন রিয়েল এস্টেট ব্যবসায়। হন নিউইয়র্কের রিয়েল এস্টেট সংগঠনের সভাপতি।

পরে ক্যাসিনো, গলফ কোর্স ও হোটেলসহ আরও নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত হন তিনি। তার ব্যবসার পরিধি বিস্তৃত হয় বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি, শিকাগো ও লাসভেগাস ছাড়াও ভারত, তুরস্ক ও ফিলিপিন্সে শাখা খোলে তার প্রতিষ্ঠান। বিনোদন জগতেও বেশ খ্যাতি কুড়ান তিনি। প্রথমে তিনি বিখ্যাত হয়ে ওঠেন মিস ইউনিভার্স, মিস ইউএসএ এবং মিস টিন ইউএসএ সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক সংস্থার মালিক হিসেবে। তারপর এনবিসি টেলিভিশনের রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের ¯্রষ্টা হিসেবে। লিখেছেন বেশ কয়েকটি বইও।

সাম্প্রতিক বছরগুলোতে তার মোট সম্পদের পরিমাণ কমে গেছে। তার পরেও ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের মূল্যমান প্রায় ৪০০ কোটি ডলার। ছয়বার ব্যবসায় দেউলিয়া হয়েছেন বলে দাবি করেছেন নিজেই। ট্রাম্প বিশ্ববিদ্যালয়সহ তার বেশ কয়েকটি উদ্যোগও বন্ধ হয়ে গেছে। ট্রাম্পের ব্যক্তিগত জীবন বরাবরই ব্যাপকভাবে বিতর্কিত। 
তার প্রথম স্ত্রী ছিলেন ইভানা জেলনিকোভা। তাদের ঘরে তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক। তবে ১৯৯০ সালে বিয়েবিচ্ছেদ হয়ে যায় দুইজনের। বিচ্ছেদের সময় আদালতে তাদের আইনি লড়াই নিয়মিত গসিপে পরিণত হয়েছিল। তার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মার্লা ম্যাপলস। এই ঘরে ট্রাম্পের একটাই মাত্র সন্তান টিফানি। টিফানির জন্মের দুই মাস পর ১৯৯৩ সালে মার্লা ম্যাপলস এবং ডোনাল্ড ট্রাম্প বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। ১৯৯৯ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। বর্তমান স্ত্রী মেলানিয়ার সঙ্গে আছে তার এক ছেলে সন্তান। নাম ব্যারন।

ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্কিত অধ্যায় রয়েছে। একাধিকবার যৌন নির্যাতন ও বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে লেখিকা থেকে শুরু করে পর্নো তারকা তার বিরুদ্ধে তুলেছেন যৌন নিপীড়নের অভিযোগ। ২০১৫ সালের জুন মাসে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন। প্রচারণায় নিজের সম্পদ এবং ব্যবসায়িক সাফল্য জাহির করতেন বারবার। তিনি মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক, অপরাধ ও ধর্ষকদের পাঠানোর অভিযোগ তোলেন এবং দাবি করেন সীমান্তে দেয়াল নির্মাণের খরচ ওই দেশকেই দিতে হবে। 
এরপর মেইক আমেরিকা গ্রেট এগেইন-কে তার প্রচারাভিযানের স্লোগান বানিয়ে সহজেই রিপাবলিকান পার্টির অন্য সদস্যদের পেছনে ফেলে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ২০১৭ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর ২০২০-এ জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পরের বার প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকলেও ২০২৪-এ আবার তিনি লড়তে নামেন কমলা হ্যারিসের সঙ্গে। জীবনে বেশ কয়েকবার হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প।

×