ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

তাহলে কী বিপজ্জনক নতুন যুগে প্রবেশ করল বিশ্ব?

প্রকাশিত: ১৯:১২, ৬ নভেম্বর ২০২৪

তাহলে কী বিপজ্জনক নতুন যুগে প্রবেশ করল বিশ্ব?

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল নিয়েছেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। 

ডোনাল্ড ট্রাম্পের বিজয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বের জন্য বিপজ্জনক এক নতুন যুগের সূচনা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে।

বৈশ্বিক বিভিন্ন কর্পোরেশন ও বিনিয়োগকারীর জন্য যেকোনও স্বল্পমেয়াদী ফায়দা অবশ্যই তার কর্তৃত্ববাদী প্রবৃত্তি এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। তার এই বিজয় ইতোমধ্যে ভঙ্গুর বৈশ্বিক ভারসাম্যকে আরও ঝুঁকিতে ফেলেছে।

আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীদের শুল্ক হ্রাস, নিয়ন্ত্রক সংস্থার জোরাল পদক্ষেপ এবং আদালতের অনুকূল সিদ্ধান্ত বিষয়গুলোকে জটিল করে তুলতে পারে।

আগামী বছর কর্পোরেট করের হার ২১ শতাংশের বেশি করার সম্ভাবনা এখন কার্যত শূন্য। যদিও হ্যারিস এই হারকে ২৮ শতাংশে উন্নীত করতে চেয়েছিলেন। সিনেটে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেই সম্ভাবনাও ক্ষীণ।

তাসমিম

×