ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন সম্ভাবনা

প্রকাশিত: ১৮:২৮, ৬ নভেম্বর ২০২৪

রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন সম্ভাবনা

 রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানান রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ

আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেন তিনি

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

দুই দেশের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক বর্তমানে খারাপ

রাশিয়ার সার্বভৌম তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, প্রচারণায় রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক ভুয়া তথ্য ছড়ানোর পরও প্রেসিডেন্ট নির্বাচন সিনেটে ট্রাম্প জিতেছে বিজয়ের মাধ্যমে এটা পরিষ্কার যে, আমেরিকানরা মিথ্যাচার, অদক্ষতা বাইডেন প্রশাসনের বিদ্বেষে ক্লান্ত

দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয়কে ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম এপি বলছে, নির্বাচনে জয়ের জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হলেও ডোনাল্ড এখন পর্যন্ত ২৬৭টি ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট

তানজিলা

×