ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ট্রাম্পের হাত ধরে বন্ধ হচ্ছে ফিলিস্তিনের গাজা যুদ্ধ!

প্রকাশিত: ১৭:৩৫, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:০৪, ৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পের হাত ধরে বন্ধ হচ্ছে ফিলিস্তিনের গাজা যুদ্ধ!

ডোনাল্ড ট্রাম্প

৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন করবেন ট্রাম্প।প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

 

 

বিজয়ী হওয়ার পর এক বার্তাতে ট্রাম্প ঘোষণা দেন, বিশ্বে চলমান সব যুদ্ধ বন্ধ করে দেবেন।

সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, বুধবার ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে এ কথা বলেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, `আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাট) বলেছিল ‘সে একটি যুদ্ধ শুরু করবে’। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’

 

নির্বাচনী বিতর্কে  ইউক্রেন ইস্যুতে ট্রাম্প বলেছিলেন, ‘আমি মনে করি এই যুদ্ধটি শেষ করা এবং এটি সম্পন্ন করা, একটি চুক্তি নিয়ে আলোচনা করা আমেরিকার সর্বোত্তম স্বার্থ।’

 

তার এই বক্তব্যের পরেই সারা বিশ্বের মুসলমানসহ সবাই আশার আলো দেখছেন, ভাবছেন চলমান ফিলিস্তিন ইস্যুসহ,লেবানন মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের নিরসন হতে যাচ্ছে।যদিও অতীতে সব প্রেসিডেন্টরা গাজা ইস্যুতে ইসরাইলের পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত,তারপরও সারাবিশ্ব আশার আলো দেখছে ট্রাম্পের হাত ধরেই হয়ত বন্ধ হতে যাচ্ছে গাজা যুদ্ধ। এখন ভবিষ্যতই বলে দিবে ট্রাম্প তার কথা কটটুকু রাখবেন। 

 

 

 

ফুয়াদ

×