ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

যেভাবে মহাকাশ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন ৪ নভোচারী

প্রকাশিত: ১৫:২৯, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৫:৪৫, ৬ নভেম্বর ২০২৪

যেভাবে মহাকাশ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন ৪ নভোচারী

রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০টি নিশ্চিত করেছেন ট্রাম্প।ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭টি । অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। বাকি আছে ৩৫টি ইলেকটোরাল কলেজ ভোট।(খবর ফক্স নিউজ)

 

 

 

 

 

নাগরিকদের সবাই নির্দিষ্ট কেন্দ্রগুলোতে ভোট দিলেও ৪ আমেরিকান  নভোচারী ভোট দিয়েছেন মহাকাশ থেকেই।তারপর থেকেই জনমনে আকাঙ্খা দেখা দিয়েছে,মহাকাশ থেকে কীভাবে তারা ভোট দিলেন।জনমনের সেই আকাঙ্খার জবাব দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।

 

নাসার প্রকাশিত পডকাস্টে বলা হয়, মার্কিন নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা মহাকাশের যেখানেই থাকেন না কেন, ভোট দিতে পারবেন। তাঁদের ভোটদানের বিষয়টি দেখাশুনা করেন ভূপৃষ্ঠে থাকা নাসার দুই কর্মকর্তা মার্টা ডুরহ্যাম ও কারেন অ্যাডকিনস।

 

নাসার মতে, মহাকাশে থাকা কোনো নভোচারী যদি ভোটদানের আগ্রহের কথা জানান, তাহলে প্রথমে তাঁরা যে অঞ্চলে থাকেন, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ডুরহ্যাম ও অ্যাডকিনস। সেখান থেকে ওই নভোচারীদের জন্য ব্যালট পেপার সংগ্রহ করা হয়। তারপর সেগুলোর কপি তারবার্তার মাধ্যমে মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়।

এরপরের  ওই ব্যালট পেপার পূরণ করেন মহাকাশে থাকা নভোচারীরা। সেগুলোতে স্বাক্ষর করেন। এরপর সেগুলো পাসওয়ার্ড সুরক্ষিত পিডিএফ ফাইলের আকারে আবার তারবার্তার মাধ্যমে পৃথিবীতে নাসার কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

ফুয়াদ

×