ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

আমেরিকার ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারে যে সব বিষয়...

প্রকাশিত: ১১:১০, ৬ নভেম্বর ২০২৪

আমেরিকার ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারে যে সব বিষয়...

চলছে ভোট গণনার কাজ।

আমেরিকায় অধিকাংশ প্রদেশে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। চলছে গণনার কাজ। এর মাঝেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বিভিন্ন বুথফেরত সমীক্ষার ফল। তাতেই দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের নির্ণায়ক হয়ে উঠতে পারে তিনটি মূল বিষয়।

তিন বিষয় আমেরিকার ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে।

সিবিসি নিউজ়-এর বুথফেরত সমীক্ষা বলছে, তাদের সমীক্ষায় অংশগ্রহণকারী আমেরিকানদের ১০ জনের মধ্যে ছ’জন মনে করেন প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হওয়া উচিত বিভিন্ন প্রদেশের গণতান্ত্রিক অবস্থা। তা বিবেচনা করেই ভোট দেওয়া উচিত। সমীক্ষায় অংশগ্রহণকারী ভোটারদের পাঁচ শতাংশ মনে করছেন, গর্ভপাত সমস্যা ভোটের নির্ণায়ক হতে পারে। আবার সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি ১০ জনের মধ্যে এক জন মনে করেন, হোয়াইট হাউসের কুর্সিতে আগামী চার বছরের জন্য কে বসবেন, তার নির্ণায়ক হওয়া উচিত প্রদেশগুলির অর্থনৈতিক অবস্থা।

সিএনএন-এর বুথফেরত সমীক্ষায় অন্য তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষা অনুযায়ী, আমেরিকার বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন তিন চতুর্থাংশ ভোটার। এক চতুর্থাংশ ভোটার মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোট এবং ভোটপরবর্তী পরিস্থিতি নিয়েও তাঁরা উৎসাহী।

প্রেসিডেন্ট পদে বসার জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি লড়ছেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৫০টি প্রদেশের ৫৩৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোথাও এখনও ভোটগ্রহণ চলছে। সরকার গড়ার জন্য এই ৫৩৮টি আসনের মধ্যে ২৭০টিতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ভোটগণনার প্রাথমিক প্রবণতায় অবশ্য হ্যারিসের চেয়ে ট্রাম্প কিছুটা এগিয়ে আছেন। তবে এখনও অনেক প্রদেশে গণনা শুরু হয়নি। ফলে যে কোনও মুহূর্তে হিসাব পাল্টে যেতে পারে।

টুম্পা

সম্পর্কিত বিষয়:

×