ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

দোদুল্যমান রাজ্যগুলোতেও এগিয়ে ট্রাম্প

প্রকাশিত: ১০:৪৮, ৬ নভেম্বর ২০২৪

দোদুল্যমান রাজ্যগুলোতেও এগিয়ে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফলাফলও আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১১ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ১৫৩ ইলেক্টোরাল ভোট পেয়েছেন

সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৫৪ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৩০ ইলেক্টোরাল ভোট।
 
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক‍্যালিফোর্নিয়ার লস অ‍্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের বেশির ভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।

টুম্পা

সম্পর্কিত বিষয়:

×