ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ইলন মাস্ক সঙ্গ দিচ্ছেন ট্রাম্পকে!

প্রকাশিত: ০৯:২৭, ৬ নভেম্বর ২০২৪

ইলন মাস্ক সঙ্গ দিচ্ছেন ট্রাম্পকে!

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন ইলন মাস্ক । মহাকাশ কোম্পানি স্পেসএক্স এবং স্বয়ংচালিত কোম্পানি টেসলা, ইনকর্পোরেটেডের প্রধান ভূমিকার জন্য পরিচিত । স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তারা একত্রিত হবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসির মার্কিন সহযোগী সিবিএস।  ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর একজন সম্ভাব্য উপদেষ্টা হিসেবে মাস্কের নিয়োগ পেতে পারেন । ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইলন মাস্ককে সীমান্ত নিরাপত্তা ও অর্থনীতিবিষয়ক উপদেষ্টার পদে বসানো হতে পারে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের পক্ষ থেকে ট্রাম্পের মার-এ-লাগোর বাড়ি এবং পাম বিচ ক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ পার্টির আয়োজন করা হয়েছে। যেখানে তার কয়েক হাজার সমর্থক জড়ো হবেন। তবে ট্রাম্প ও ইলন মাস্ক এই দুটি ইভেন্টে যোগ দেবেন কি না সেটি নিশ্চিত নয়। ইলন মাস্কের একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তিনি ট্রাম্পের সঙ্গেই থাকবেন।  এর জন্যই ট্রাম্প প্রীতি মাস্কের।

জাফরান

×