ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভোটের দিন কমলা ও ট্রাম্পের কর্মসূচি কী

প্রকাশিত: ০৩:০২, ৬ নভেম্বর ২০২৪

ভোটের দিন কমলা ও ট্রাম্পের কর্মসূচি কী

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইন্টারনেট

নির্বাচনের সর্বশেষ প্রচারে ট্রাম্প ছিলেন মিশিগানে আর কমলা ছিলেন ওয়াশিংটনে। ট্রাম্প তাঁর নির্বাচনী ঐতিহ্য মেনে গ্র্যান্ড র‍্যাপিডসে তাঁর সর্বশেষ প্রচার চালান। এরপর তিনি চলে যান ফ্লোরিডায়। সেখানেই তাঁর ভোট দেওয়ার কথা। 

তবে ভোট শুরুর আগের রাতে ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত হন কমলা। সেখানেই ভোট শেষেও তাঁর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। এর বাইরে নির্বাচনের দিন তাঁর প্রচার শিবির আর কোনো আয়োজন রাখেনি। 

এর আগে গত সোমবার শেষ মুহূর্তের প্রচারণায় হ্যারিসের পক্ষে পেনসিলভানিয়ার সমাবেশে উপস্থিত হন পপস্টার লেডি গাগা।

ভোট শুরুর পর এক এক্স পোস্টে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা লেখেন, ‘আমেরিকা, এটা আপনাদের আওয়াজ তোলার মুহূর্ত।’

ভোট শুরুর আগে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এটা বেরিয়ে আসার ও ভোট দেওয়ার সময়। আমরা এক সঙ্গে আমেরিকাকে আবার মহান করতে পারব!’

ট্রাম্প আগে থেকেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন। তিনি মিথ্যা দাবি করে বলেছেন, ডেমোক্র্যাটরা প্রতারণার আশ্রয় নিলেই কেবল হারতে পারেন তিনি। আশঙ্কা রয়েছে, ২০২০ সালের মতোই নির্বাচনের চূড়ান্ত ফল আসার আগেই বিজয় দাবি করে বসতে পারেন ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি ঘটলে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

নির্বাচনে কোনোরূপ কারচুপি হচ্ছে কি না, তা দেখার জন্য রিপাবলিকান জাতীয় কমিটির পক্ষ থেকে হাজারো পর্যবেক্ষক ও পর্যবেক্ষণকেন্দ্র ঠিক করে রাখা হয়েছে। ওয়াশিংটনসহ গুরুত্বপূর্ণ অনেক শহরে  বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ প্রশাসন।

তথ্যসূত্র: দ্য ফরচুন

এসআর

×