ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যে ভোট শুরু

কে হচ্ছেন প্রেসিডেন্ট- ট্রাম্প নাকি কমলা?

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ০২:৪১, ৬ নভেম্বর ২০২৪

কে হচ্ছেন প্রেসিডেন্ট- ট্রাম্প নাকি কমলা?

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

সকল-জল্পনা কল্পনা আর চুলছেড়া বিশ্লেষণের মাঝে বিশ্বের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে।  যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য জুড়ে শুরু হয়েছে বহুল আলোচিত ৪৭তম জাতীয় নির্বাচন। ভোটররা ইতিমধ্যে ভোট প্রদান করছেন।

তবে বাংলাদেশি এবং অন্যান্য ভিনদেশী সহ সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ভেবে অংকের হিসেব এখনো মেলাতে পারছেন না যে,কে হচ্ছেন পৃথিবীর শক্তিশালী পরাশক্তি হিসেবে পরিচিত এই দেশের পরবর্তী প্রেসিডেন্ট।
ডোনাল ট্রাম্প নাকি কমলা হ্যারিস। 

অনেকই বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা রাখার প্রত্যয়,অবৈধ অভিবাসী রোধ,কর্ম ক্ষেত্রে নিজের দেশের নাগরিকদের অগ্রাধিকার দেয়া,ফিলিস্তিন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকারের কারনে ট্রাম্প এবার প্রেসিডেন্ট হওয়া এখন নাকি শুধু সময়ের ব্যাপার।

এছাড়া নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সাম্পতিক কঠোর সমালোচনা তার বিজয়ের পথ আরো প্রসারিত করবে।

অপরদিকে কামালা হারিস মূলত ভারতীয় বংশোদ্ভূত নয় এবং বিশ্বের মুসলিম দেশ গুলোর ওপর ইযরাইলকে আগ্রাসন চালাতে বাইডেন প্রশাসনকে উদ্ভুদ্ধ করেছ,এমন অভিযোগ তুলে অভিমানে মুসলিম ভোটাররা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস থেকে বহুলাংশে মুখ ফিরিয়ে নিচ্ছেন।তবে কট্টর পন্হী ডেমোক্রেট সমর্থক মুসলমানরা এখনো কামালার পক্ষে ভোট ভাগিয়ে নিতে বেশ তৎপর। 

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনাকেও আবার ডেমোক্রেট সমর্থকরা ভোট টানার রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়ে বলছেন,আগামীতে কামালা-ট্রাম্প যে আসুক না কেন যু্ক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন হবে না।

এদিকে কমলা হ্যারিসের পক্ষে বিল ক্লিনটন,বারাক ওবামা সহ শীর্ষ স্থানীয় প্রভাবশালী বর্তমান ও সাবেক কংগ্রেসম্যান,সিনেটর,গভর্নর প্রচারণায় অংশ নেয়ায় ইতিমধ্যে কামালার ভোট বাক্স ফুলে ফেপে উঠার আভাস দিয়েছে এখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জরিপ সংস্থা গুলো।এছাড়াও আজকের শুরু হওয়া নির্বাচনে ট্রাম্পের সাথে কামালার হাড্ডাহাড্ডি লড়াইয়েরও আভাস দিয়েছে জরিপ সংস্থা গুলো।

আগাম ভোটে কোথাও কামালা হারিস আবার কোথাও ট্রাম্প এগিয়ে থাকার খবরে স্ব স্ব সমর্থক গোষ্ঠী তাদের প্রার্থী-ই জিতবে বলে আলোচনার জন্ম দিয়েছে।বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এবারের নির্বাচিত প্রেসিডেন্ট নিয়ে নানান কারনে মুখরোচক কথাবার্তায় বেশ হাসির খোরাকও যুগিয়েছে।মিশিগান সহ গুরুত্বপূর্ণ আরো কয়কটি অঙ্গরাজ্যে সংখ্যালঘু বাংলাদেশী এবং ভারতীয় ভোটারা প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। 

জানা গেছে,সর্বমোট ইলেক্ট্রোয়াল ভোট ৫৩৮। রোড টু হোয়াইট হাউজ প্রয়োজন ২৭০ ভোট।
রিপাবলিকানরা ২১৯ (রড টেষ্ট) এবং ডেমোক্রেটেকরা ২২৬টি (ব্লু টেষ্ট) প্রায় নিশ্চিত বলে সর্বত্র চাউর হচ্ছে। 

বিজয়ী হয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসতে হলে ট্রাম্পের প্রয়োজন হবে ৫১টি ইলোকট্রোয়াল ভোট। 
কামালা হারিসের প্রয়োজন হবে ৪৪টি ভোট। সুইং স্টেটের ৯৩টি ইলেক্ট্রোয়েল ভোট-ই মূলত জয়-পরাজয় নির্ধারণ করে দেবে ট্রাম্প নাকি কমলা এবার প্রেসিডেন্ট হবেন।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কামালা হারিস ভাগ্যক্রমে জিতে গেলে তা হবে বিশ্ব ইতিহাসের পাতায় নতুন একটি পুন:জন্মের ইতিহাস। 

এসআর

×