মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
ফ্লোরিডায় ভোট দেওয়ার পর রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে তিনি ভোট দেন। এ সময় সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার সঙ্গে ছিলেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে 'খুব আত্মবিশ্বাসী' তিনি। তার দাবি, তার কাছাকাছি ভোটও কেউ পাবেন না।
ট্রাম্প বলেন, 'আমি খুব আত্মবিশ্বাসী বোধ করছি। আমি শুনেছি, আমরা সব জায়গায় খুব ভালো করছি।'
দ্রুত নির্বাচনের উদাহরণ হিসেবে তিনি ফরাসি নির্বাচনকে উদ্ধৃত করেন। ট্রাম্প বলেন, 'তারা সব অর্থ মেশিনে ব্যয় করেছে।'
সাধারণত আমেরিকায় প্রেসিডেন্ট বদল হলেও বৈদেশিক নীতিতে খুব বড় পরিবর্তন হয় না। এর পিছনে যুক্তরাষ্ট্রের সংস্থা বা কাঠামোগুলোর একটা শক্তিশালী ভূমিকা থাকে বলেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহনাজ মোমেন।
তার মতে, ট্রাম্পকে আমরা দেখেছি কিছু প্রচারণায় ইনস্টিটিউশনকে বদলে দেয়ার কথা বলছেন। সেটা হলে একটা বড় পরিবর্তন হতে পারে।
এসআর