সংগৃহীত ছবি
ইংল্যান্ড ও ওয়েলসে রেকর্ড ৫৯৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) পুলিশ প্রশিক্ষণ বিষয়ক সংস্থা কলেজ অব পুলিশের প্রকাশিত তথ্যে এ কথা জানানো হয়েছে। গত বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে এই বরখাস্তের ঘটনাগুলো ঘটেছে। সম্প্রতি ব্রিটিশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির খবর সামনে আসার পর জনগণের আস্থা পুনরুদ্ধারের চেষ্টায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসের ৪৩টি পুলিশ বাহিনীর মধ্যে বরখাস্তের হার গত বছরের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ৭৪ জনের বিরুদ্ধে যৌন অসদাচরণ এবং অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া ১৮ জন কর্মকর্তার বিরুদ্ধে শিশু নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রমাণিত হয়েছে।
তবে অধিকাংশ বরখাস্তের কারণ ছিল অসততা ও বৈষম্যমূলক আচরণ। উল্লেখিত সময়ের মধ্যে ১২৫ জন অসততা ও ৭১ জনকে বৈষম্যমূলক আচরণের কারণে বরখাস্ত হয়েছেন।
হাসান