ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ‘ইমাদ-৫’ নামের ওই বাঙ্কারের ফুটেজে বলা হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয় অর্জন না করা পর্যন্ত নিজ অবস্থানে অটল থাকবে হিজবুল্লাহ। খবর ইরনার।
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভা-ারটি হিজবুল্লাহর শহীদ নেতা হাসান নাসরাল্লাহর বক্তব্য উদ্ধৃত করে প্রকাশ করা হয়। তিনি বলেছিলেন, আমরা কখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না। আমরা কখনো আমাদের অস্ত্র সমর্পণ করব না। ফুটেজে দেখা যায়, হিজবুল্লাহ যোদ্ধারা একটি জঙ্গলময় এলাকায় তাদের মোটরসাইকেলে চড়ছেন, এরপর তারা একটি টানেলের ভেতর দিয়ে ভূগর্ভস্থ বাঙ্কারটিতে প্রবেশ করেন। এ সময় তাদের বাঙ্কারের নাম ‘ইমাদ-৫’ লেখা একটি চিহ্ন এবং শহীদ নাসরাল্লাহর একটি বিশাল ছবি অতিক্রম করতে দেখা যায়। টানেলটির বিভিন্ন স্থানে এবং ভূগর্ভস্থ বাঙ্কারে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম দেখা যায়।
ভিডিও ফুটেজে এ বিষয়টি প্রদর্শন করা হয় যে, এই বাঙ্কার থেকে ভূপৃষ্ঠের বাইরে না এসেই ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায়। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরাইলের হাইফা শহরের দক্ষিণে অবস্থিত এলিয়াকিম সেনা ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে। এ ছাড়া লেবানন সীমান্তবর্তী ইসরাইলের মেতুলা বসতিতেও গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের এই প্রতিরোধ যোদ্ধারা।