ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ট্রাম্প জিতলে বাংলাদেশের লাভ না ক্ষতি? 

প্রকাশিত: ২১:৩৪, ৫ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৩৫, ৫ নভেম্বর ২০২৪

ট্রাম্প জিতলে বাংলাদেশের লাভ না ক্ষতি? 

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার শুরু হয়েছে। পুরো বিশ্বই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। যেসব রাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে, সেসব রাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের মধ্যে ব্যবধান খুবই কম।

বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। প্রতিবছর মোটামুটি ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এই রপ্তানির বেশির ভাগই তৈরি পোশাক। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজার হিস্যার ৯ শতাংশ দখলে নিয়ে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন আর ভিয়েতনাম।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি যদি তাঁর ট্যারিফ পরিকল্পনা বাস্তবায়ন করেন, তবে তা বাংলাদেশের জন্য সুবিধাজনক হতে পারে। তবে তিনি যদি বাংলাদেশের ক্ষেত্রে শাস্তিমূলক শুল্ক আরোপ না করেন, তাহলেই কেবল সুবিধা হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকপণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা আছে। সুতরাং ১০ শতাংশ শুল্ক আরোপ হলে তা বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করবে না। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প যদি শাস্তিমূলক কোনো শুল্ক আরোপ করেন, তাহলে তা দুশ্চিন্তার বিষয় হবে। ইতিমধ্যেই বাংলাদেশের ব্যাপারে তাঁর মনোভাবের কথা তিনি প্রকাশ করেছেন।

চীনের ওপর প্রস্তাবিত ট্যারিফের প্রসঙ্গে এই আন্তর্জাতিক বাণিজ্য–বিশেষজ্ঞ বলেন, চীন বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। ট্রাম্প যদি তাঁর কথামতো চীনের ওপর বড় হারে শুল্ক আরোপ করেন, তাহলে তা বাংলাদেশসহ আরও অনেক দেশের জন্য সুযোগ বয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্রে চীনের বিশাল বাজার ধরতে পারবে এসব দেশ। কারণ, এসব দেশকে তুলনামূলক কম শুল্ক দিতে হবে।

অন্যদিকে, ট্রাম্প যদি তাঁর বিশেষ কোনো বন্ধুরাষ্ট্রকে আবার শুল্ক সুবিধা দেন, তাহলে তা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে বলে মনে করেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘ট্রাম্পের বাণিজ্যনীতি যেকোনো দিকেই যেতে পারে। শেষ পর্যন্ত কী হয়, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে।’

তাসমিম

×