সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে আগ্রার কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ বিধ্বস্ত হয়েছে।পাঞ্জাবের আদমপুর বিমানঘাটি থেকে আগ্রা যাওয়ার পথে আগ্রার কাছে সোনগা গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে আছেন বলে জানা গেছে। এ নিয়ে গত দুই মাসে ভারতীয় বিমানবাহিনীর দুটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত হল।
বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক অনুসন্ধানে যান্ত্রিক ত্রুটির জন্য দূঘর্টনা ঘটতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। বিবৃতিতে পাইলটের দক্ষতার কারণে ফাঁকা জায়গায় বিমানটি আছড়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ অনুসন্ধানও শুরু করা হয়েছে।
উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসেও ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভারতের রাজস্থানে বিধ্বস্ত হয়েছিল বিমানটি।
হাসান